thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

মাশরাফির ঝড়ো ব্যাটিং, জিতলো রংপুর

২০১৭ নভেম্বর ২৫ ২৩:১২:২৫
মাশরাফির ঝড়ো ব্যাটিং, জিতলো রংপুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১৭ বলে ৪২ রানের বিধ্বংসী ব্যাটিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে শনিবার রাতে জয় পেয়েছে রংপুর রাইডার্স। এ রাতে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে মাশরাফির দল।

এই জয়ে ৮ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এলো রংপুর। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতেই থাকলো চিটাগং।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিটাগং-এর পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন দক্ষিণ আফ্রিকার ভ্যান জাইল। তার ৪০ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা ছিল।

এ ছাড়া সৌম্য সরকার ৩০, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ২৫ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২২ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে চিটাগং। রংপুরের মাশরাফি, মালিঙ্গা, নাহিদুল, রুবেল ও পেরেরা একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭৭ রানের টার্গেটে ধীরগতিতেই শুরু করে রংপুর রাইডার্স। প্রথম ৫ ওভার শেষে মাত্র ৩০ রান যোগ করতে পারেন দলের দুই মারকুটে ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ১৫ রান করে ম্যাককালাম ফিরে যাবার পর উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি।

পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বরে নেমে উইকেটের চারপাশে চার-ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন মাশরাফি। অধিনায়কের মারমুখী ব্যাটিং-এ রান রেট বেড়ে যাওয়ায় লড়াইয়ে ফিরে রংপুর। দ্বিতীয় উইকেটে গেইলের সাথে মাত্র ২৬ বলে ৬০ রান যোগ করেন ম্যাশ। ৯৬ রানের মধ্যে মাশরাফি-গেইল ফিরে গেলে আবারো চাপে পড়ে রংপুর। ৪টি চার ও ৩টি ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করেন ম্যাশ। ২৫ বলে ৩৩ রান করেন গেইল।

এরপর মোহাম্মদ মিথুনের ২৯ বলে ৪৪ রানের লড়াইয়ে টিকে ছিল রংপুর। তাই শেষ ওভারে ম্যাচ জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৪ রান। চিটাগং-এর পেসার তাসকিন আহমেদের প্রথম দু’বল থেকে ১টি ছক্কায় ৮ রান তুলে নেন পেরেরা। তৃতীয় ও চতুর্থ বলে উইকেট পড়লে শেষ দু’বলে রংপুরের দরকার পড়ে ৬ রান। আর শেষ বলে ৩ রান দরকারে ছক্কা হাকিয়ে রংপুরকে দুর্দান্ত জয় এনে দেন পেরেরা। ৩টি ছক্কায় ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন পেরেরা। ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি।

সংক্ষিপ্ত স্কোর :

চিটাগং ভাইকিংস : ১৭৬/৭, ২০ ওভার (জাইল ৬৮, সৌম্য ৩০, নাহিদুল ১/৪)।

রংপুর রাইডার্স : ১৮০/৭, ২০ ওভার (মিথুন ৪৪, মাশরাফি ৪২, রিসি ১/১৩)।

ফল : রংপুর রাইডার্স ৩ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স)।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর