thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অশ্বিনের বিশ্বরেকর্ড

২০১৭ নভেম্বর ২৭ ১৮:৩৮:২৭
অশ্বিনের বিশ্বরেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার পেসার ডেনিস লিলিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে দ্রুত ৩০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

নাগপুরে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৩শ’ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

নিজের ক্যারিয়ারের ৫৪তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। তাই লিলির রেকর্ড ভাঙলেন তিনি। ১৯৮১ সালে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ৩শ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। ২ ম্যাচ কম খেলে ৩৬ বছর পর দ্রুত ৩শ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন।

দ্রুত ৩শ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ৫৮ টেস্টে ৩শ উইকেট নিয়েছিলেন মুরালি।

চলতি বছর ফেব্রুয়ারিতেই লিলির নাম আরেকটি রেকর্ড থেকে মুছে দিয়েছেন অশ্বিন। বাংলাদেশের মুশফিকুর রহিমকে আউট করে টেস্টে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছিলেন এই অফ স্পিনার। লিলির সে রেকর্ড ভেঙেছেন ঠিক ৩৬ বছর ২ দিন পর।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর