thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

২০১৭ নভেম্বর ২৮ ১৩:৩৫:১২
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

দ্য রিপোর্ট ডেস্ক : টস জিতে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিপিএলের ৩১তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স।

দুই দল এ নিয়ে দ্বিতীয়বারের মতো এবারের বিপিএলে মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল রংপুর রাইডার্স। আজ নাসিরের সিলেট সিক্সার্স রংপুরকে হারাতে পারে কিনা সেটাই দেখার।

পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান খুবই কাছাকাছি। রংপুর রাইডার্স চতুর্থ স্থানে আছে ৮ পয়েন্ট নিয়ে। আর এক পয়েন্ট কম নিয়ে সিলেট সিক্সার্স আছে তাদেরই পরে। তাই দুই দলের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে আগের ম্যাচে রংপুর রাইডার্স নাটকীয় জয় পেয়েছিল। চিটাগং ভাইকিংসের বিপক্ষে সে ম্যাচে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ওয়ানডাউনে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ৪২ রানের দারুণ একটি ইনিংস খেলেন, যাতে চারটি চার ও তিনটি ছক্কার মার ছিল।

সে ম্যাচ জিতে রংপুর পয়েন্ট টেবিলে কিছুটা ভালো অবস্থানে উঠে আসে। অথচ শুরুতে তাদের অবস্থান ছিল খুবই নাজুক। বেশ কয়েক রাউন্ড পয়েন্ট তালিকায় তলানিতে ছিল তারা। আজ জিততে পারলে তাদের অবস্থান আরো সুসংহত হবে।

অন্যদিকে শুরুতে বেশ সুদৃঢ় অবস্থানে ছিল সিলেট। ছিল শীর্ষস্থানে। মাঝখানে কয়েকটি ম্যাচ ভালো খেলতে না পেরে নাসির হোসেনের দলটি কিছুটা পিছিয়ে পড়ে।

তবে শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকবে রংপুর। তাদের দলে আছেন বেশ কয়েকজন বিশ্বমাতানো তারকা। আর অধিনায়ক মাশরাফি তো দলের প্রাণভোমরা। তিনি থাকা মানে দলের শক্তি অনেকাংশে বেড়ে যাওয়া। তাই বলে সিলেটকে দুর্বল ভাবা যাবে না। প্রতিরোধ গড়ে তোলার মতো সামর্থ্য তাদেরও আছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর