thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস

২০১৭ ডিসেম্বর ০২ ১৪:০৭:০৭
টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।

দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

এখন পর্যন্ত ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত হয়ে গেছে তামিমদের। অপরদিকে ৯ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে মাশরাফির দল। রংপুরের সামনে শেষ চারের আশা এখনো ঝকঝকে। বাকী ৩ ম্যাচের দু’টিতে জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে রংপুরের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দল ম্যাচের আগে এক মিনিট নিরাবতা পালন করে।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা। ডোয়াইন ব্রাভোর জায়গায় একাদশে ঢুকেছেন আফগান অফ-স্পিনার মুজিবুর রহমান। অপরদিকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর রাইডার্স। দলে নেয়া হয়েছে চামারা কাপুগেদারা, বাঁহাতি ফাস্ট বোলার ইসুরু উদানা এবং সোহাগ গাজী। বাদ পড়েছেন সামিউল্লাহ শেনওয়ারি, রুবেল হোসেন এবং লাসিথ মালিঙ্গা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, জস বাটলার, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, মুজিব-উর-রেহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান আলী, মেহেদী হাসান এবং আল-আমিন হোসেন।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, জিয়াউর রহমান, চামারা কাপুগেদারা, ইসুরু উদানা এবং সোহাগ গাজী।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর