thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে শঙ্কায় রংপুর

২০১৭ ডিসেম্বর ০২ ২০:২০:৫৭
কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে শঙ্কায় রংপুর

দ্য রিপোর্ট ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে শঙ্কাতে পড়েছে মাশরাফির রংপুর রাইডার্স। মাত্র ৯৮ রানের টার্গেট দিয়েছিল রংপুর। তাই জয়টা কেবল সময়ের ব্যাপার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। জিতেও গেলেন তামিম বাহিনী। শেষদিকে নাটকীয়তা সত্ত্বেও ৪ উইকেটে জিতেছে তারা। এতে প্লে-অফে খেলা নিয়ে শঙ্কায় পড়ল রংপুর রাইডার্স।

এদিন সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হকের স্মরণে এক মিনিটের নিরবতায় শোক প্রকাশ করে খেলা শুরু হয়।

দুই দিন বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। শনিবার প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। এতে মুখ থুবড়ে পড়ে রংপুর। চরম ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় মাশরাফি বাহিনী।

রংপুরের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। ১৭ রান করেন মোহাম্মদ মিঠুন। সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ১২ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

উত্তরবঙ্গের দলটিকে একরকম একাই ধসিয়ে দেন তরুণ স্পিনার মেহেদী হাসান। তাকে যোগ্য সমর্থন দেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। মেহেদী ৪টি ও সাইফুদ্দিন নেন ৩টি উইকেট।

অল্প পুঁজি, জয়টা অবশ্যম্ভাবী ছিল কুমিল্লার। জিতেছে বটে! তবে পোড়াতে হয়েছে বেশ কাঠখড়। মাত্র ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। ৭০ এর ঘরে গিয়ে আরো ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। তবে শেষদিকে মারলন স্যামুয়েলসের দৃঢ়তায় জয় তুলে নেয় তারা। দলের হয়ে তামিম ২২, শোয়েব মালিক ২০ ও স্যামুয়েলস করেন ১৬ রান।

রংপুরের হয়ে মাশরাফি ৩টি ও নাজমুল ইসলাম নেন ২টি উইকেট।

এ জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান আরো পোক্ত করেছে কুমিল্লা। তবে শেষ চারে খেলা নিয়ে শঙ্কায় পড়েছে রংপুর। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকল তারা। শেষদিকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর