thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

মাশরাফির পর মুস্তাফিজের আঘাতে ফিরলেন টেইলর

২০১৮ জানুয়ারি ১৫ ১৩:১৪:৩৬
মাশরাফির পর মুস্তাফিজের আঘাতে ফিরলেন টেইলর

দ্য রিপোর্ট ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে দল। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে দলের অভিজ্ঞ ব্যাটসম্যানের উইকেটটি নিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ৪৫ বলে ২৪ রান করে মুশফিকুর রহিমের তালু বন্দি হন ব্রেন্ডন টেইলর। ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে আফ্রিকার দেশটি।

সোমবার (১৫ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে ম্যাচের সপ্তম ওভারের শেষ বলে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করেছেন অধিনায়ক। ২৪ বলে ১৫ রান কের উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি।

ম্যাচের প্রথম ওভারেই সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত হন সফরকারী দুই ব্যাটসম্যান। স্ট্যাম্পিং হয়ে ফিরে যান ওপেনার সোলোমন মায়ার। আর ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ ক্রেইগ আরভিনের ক্যাচ ধরেন সাব্বির রহমান।

ঘরের গত কয়েক বছর ধরে অপ্রতিরোধ্য মাশরাফিরা। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে গড়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি নিয়ে উত্তাপ চরমে। দল হিসেবে র‌্যাংকিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ, যেখানে ১০ নম্বরে জিম্বাবুয়ে।
এ ম্যাচে দিয়ে শুরু হয়েছে টাইগারদের নতুন বছরের যাত্রা।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড
হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, চেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজার্বানি, কাইল জার্ভিস ও ম্যালকম ওয়ালার।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর