thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলা

২০১৮ ফেব্রুয়ারি ১১ ০৮:৪০:৫৩
সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার প্রতিরক্ষা ক্যাম্প এবং দেশটিতে থাকা ইরানি লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সিরীয় সেনাবাহিনীর গোলার আঘাতে ইসরায়েলি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তারা এ হামলা চালায়। খবর- বিবিসির।

দেশটির সেনাবাহিনী জানায়, তারা এরই মধ্যে সিরিয়ার তিনটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্যাম্প এবং সেখানে ইরানের চারটি লক্ষ্যবস্তুসহ সব মিলিয়ে ১২টি হামলা চালিয়েছে। এতে দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই আরো তীব্রতর হয়ে উঠেছে।

এর আগে শনিবার সকালে সিরিয়া থেকে ছোড়া গোলার আঘাতে ইসরায়েলের হারদুফে ভূপাতিত হয় ইসরায়েলের যুদ্ধবিমান এফ-ফোরটিন। ভূপাতিত হলেও দুই পাইলট প্রাণে বেঁচে যান। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর