thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

লক্ষ্মীপুরে গুলিতে ১০ মামলার আসামি নিহত

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১১:০৭:০৫
লক্ষ্মীপুরে গুলিতে ১০ মামলার আসামি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলায় ‘লুঠ করা মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের’ জেরে গোলাগুলিতে ডাকাতিসহ দশটি মামলায় জাবেদ মিন্টু নামে এক আসামি নিহত হয়েছেন।

সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ মিন্টু সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মেদের ছেলে। ময়নাতদন্তের জন্য তার লক্ষ্মীপুরে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ভোরে খাগুড়িয়া বেড়িবাঁধে ডাকাতদলের গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এ সময় তল্লাশি করে পাশের সুপারি বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও আট রাউন্ড গুলিসহ দেশে তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

জাবেদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ডাকাতির মাল ভাগবাটোয়ারার দ্বন্দ্বে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর