thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

নাটোরে প্রশ্নফাঁসের অভিযোগে আটক ১৩

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ১৩:৪২:৪৪
নাটোরে প্রশ্নফাঁসের অভিযোগে আটক ১৩

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে প্রশ্নফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষিকাসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরসহ তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলো- লালপুর উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের তহমিনা খাতুন, আছিয়া খাতুন, জান্নাতুন ফেরদৌস, মোছা. নুরে জান্নাত, সুমি খাতুন, মোছা. রত্না খাতুন, মোছা. নাসরিন জাহান, মোছা. মাসুমা খাতুন, জিসান গাজী, সৈকত সরকার, এলাকাবাসী হাসান আলী, কলসনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুন ফেরদৌস ও তার স্বামী সোহেল আহমেদ।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও র‌্যাব-৫ সিপিসি-২ এর মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয় ও রাজারহাট উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। পরীক্ষা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে আজকের রসায়ন পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। পরে দেখা যায় সেই প্রশ্নের সঙ্গে পরীক্ষার্থীদের দেয়া প্রশ্নের মিল রয়েছে। এ সময় প্রশ্নফাঁসের দায়ে তাদের আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর