thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

২০১৮ এপ্রিল ০৪ ১১:৪১:২৩
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই পরে ব্যাট করে বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করার সুযোগ পেয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ গড়ল ক্যারিবীয়রা। কিন্তু ভাগ্য বদলাল না। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিলো পাকিস্তান। সেই সঙ্গে তৃতীয় ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সেটি পেরিয়ে যায় ১৯ বল বাকি থাকতেই।

আগে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই চাঁদউইক ওয়ালটনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে মারলন স্যামুয়েলস ও আন্দ্রে ফ্লেচারের ৭২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় ক্যারিবীয়রা।

স্যামুয়েলস ২৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করে শাদাব খানের বলে বোল্ড হলে ভাঙে এ জুটি। এরপর ৯০ থেকে ৯৬, ৬ রানের মধ্যে আন্দ্রে ম্যাকার্থি, ফ্লেচার ও রোভম্যান পাওয়ালের বিদায়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দিনেশ রামদিনের ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত দেড়শ পার করে সফরকারীরা। ফ্লেচার ৪৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান।

২৭ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শাদাব খান। মোহাম্মদ নওয়াজ, উসমান খান ও ফাহিম আশরাফ নেন একটি করে উইকেট। অভিষিক্ত শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও বাবর আজমের ৫.২ ওভারে ৬১ রানের বিস্ফোরক জুটিতে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। মাত্র ১৭ বলে ৬ চার ও দুই ছক্কায় ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে ফিরে যান ফখর। বাকি কাজটা সারেন এই সিরিজে অভিষেক হওয়া দুই ক্রিকেটার হুসেন তালাত ও আসিফ আলী। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৪১ রানের জুটি।

আগের ম্যাচে অপরাজিত ৯৭ রান করা বাবর এবার ৪০ বলে ৬ চারে করেন ৫১। তালাত ৩১ ও আসিফ ২৫ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান, সিরিজসেরা বাবর আজম।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভার ১৫৩/৬ (ওয়ালটন ০, ফ্লেচার ৫২, স্যামুয়েলস ৩১, ম্যাককার্থি ৫, পাওয়েল ২, জেসন ১৩, রামদিন ৪২*, পল ১*; নওয়াজ ১/২৬, উসমান ১/৩৪, আফ্রিদি ০/২৭, আশরাফ ১/৩৩, শাদাব ২/২৭)

পাকিস্তান: ১৬.৫ ওভারে ১৫৪/২ (ফখর ৪০, বাবর ৫১, তালাত ৩১*, আসিফ ২৫*; পল ০/৩৭, এমরিট ১/২৪, স্মিথ ১/৩৮, বদ্রি ০/৩০, জেসন ০/৮, ম্যাককার্থি ০/১২)

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী পাকিস্তান

প্লেয়ার অব দ্য ম্যাচ: ফখর জামান (পাকিস্তান)

প্লেয়ার অব দ্য সিরিজ: বাবর আজম (পাকিস্তান)

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর