thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাকিবের নৈপূণ্যে কেকেআরকে হারাল হায়দ্রাবাদ

২০১৮ এপ্রিল ১৫ ০৮:২৩:১৯
সাকিবের নৈপূণ্যে কেকেআরকে হারাল হায়দ্রাবাদ

দ্য রিপোর্ট ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারিয়েছে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেনসের দর্শক ভরা মাঠে শাহরুখ খানের দলের বিপক্ষে এদিন ৫ উইকেটের জয় সাকিবদের।

এই জয়ে ফলে টানা তিন ম্যাচ জিতল দলটি। তাতে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রেখে এগোচ্ছে হায়দ্রাবাদ। নিজের পুরোনো দলের বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়ে দারুণ নজর কেড়েছেন সাকিব। ব্যাট হাতেও দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের।

শনিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। কলকাতার ইনিংসের মাঝে বৃষ্টি হানা দেয়। কলকাতা ৭ ওভারে ১ উইকেটে ৫২ রান তুললে বৃষ্টি নামে ইডেনে। পরে বৃষ্টি থামার পর খেলা হয়েছে পুরো ওভারই। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি।

জবাবে কেন উইলিয়ামসনের (৫০), সাকিব (২৭) ও ঋদ্ধিমান সাহার (২৪) রানে ১ ওভার ও ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

এদিন সাবেক দলের বিপক্ষে বল হাতে চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট লাভ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। সাকিবের বলে আউট হয়েছেন সুনিল নারিন ৯রান করে ও এই ম্যাচে কলকাতার সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস লেন ৪৯।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর