thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দিল্লির বিপক্ষে কেকেআরের বিশাল জয়

২০১৮ এপ্রিল ১৭ ০৮:১৫:১৩
দিল্লির বিপক্ষে কেকেআরের বিশাল জয়

দ্য রিপোর্ট ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল ম্যাচে কেকেআরের কাছে ৭১ রানের বিশাল ব্যবধানে হারতে হলো সফরকারী দিল্লিকে। কেকেআর ২০১ রানের যে বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস তা টপকাতে পারেনি। গৌতম গম্ভীরের দল দিল্লি মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায়।

জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেকেআরের সামনে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দিল্লি ডেয়ারডেভিলস। মাত্র ১৪.২ ওভারেই ১২৯ রানে অলআউট হয়ে যায় গৌতম গম্ভীরের দল।

সর্বোচ্চ ২২ বলে ৪৭ রান করেছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ২৬ বলে ৪৩ রান করেন ঋষাভ পান্ত। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। অর্থাৎ এই দুইজন ছাড়া আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ে ধস নামান সুনিল নারিন এবং কুলদ্বীপ যাদব। ১ উইকেট করে নেন পিযুস চাওলা, আন্দ্রে রাসেল, শিভাম মাভি এবং টম কুরান।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কেকেআর। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর