thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টি-টোয়েন্টি খেলা এবার হচ্ছে না

২০১৮ মে ০৮ ১৯:৩৩:৪১
টি-টোয়েন্টি খেলা এবার হচ্ছে না

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিপিএলের আদলে শুধুমাত্র স্থানীয়দের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেষ বিপিএল চলাকালিন সময়ে টুর্নামেন্টটি শীঘ্রই আয়োজন হবে বলে ঘোষণাও দিয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আজ জানালেন, টি-টোয়েন্টি খেলা এবার হচ্ছে না।

না হওযার কারণ ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির এ পরিচালক, ‘সময়ের অভাবে এ বছর টুর্নামেন্টটি হবে না। বর্ষা মৌসুম চলে এসেছে। রমজান মাসও আসছে। আগামী মৌসুমে করব। আগামী চার বছরের মধ্যে এটা আমরা অবশ্যই চালু করতে চাই। আমরা চাইছি টুর্নামেন্টটি আগামী বছর করতে।’

অনেকেরই অভিযোগ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলানোয় দেশি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি ক্রিকেটাররা নিজেদের পছন্দের জায়গায় খেলার সুযোগও হারিয়েছেন। ক্রিকেটারদের এ নিয়ে রয়েছে চাপা ক্ষোভ। সেই চিন্তা থেকেই স্থানীয়দের জন্য নতুন আরেকটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছিল বিপিএল গভর্ণিং কাউন্সিল। পরবর্তীতে সেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় সিসিডিএম।

তবে একটি সূত্র জানায়, জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়ে এ টুর্নামেন্ট আয়োজনে পক্ষপাতী নয় বিসিবি। জাতীয় লিগ, বিসিএল এবং প্রিমিয়ার লিগও হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়ে। সেখানে টি-টোয়েন্টি টুর্নামেন্ট নতুন কোনো আয়োজন নয়। তবে টুর্নামেন্টকে লাভজনক করতেই জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ চায় বিসিবি। এ বছর জাতীয় দলের ব্যস্ত সিডিউলের কারণে তাই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না।

এবার অক্টোবরে হবে বিপিএল। আগের আসরের মতো পাঁচ ক্রিকেটার খেলবে না একাদশে। চার বিদেশি ক্রিকেটার নিয়ে নামবে ফ্রাঞ্চাইজিগুলো।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর