thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়

২০১৮ মে ০৯ ১০:৫৫:৫২
আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ার প্রিমিয়ার লীগে (আইপিএল) পাঞ্জাব কাছে ১৫ রানের জয় পেয়েছে রাজস্থান। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। ১৫ রানের জয়ে প্লে’অফের আশা টিকিয়ে রেখেছে রাজস্থান।

দুই দলের দুই ওপেনার ম্যাচের ফল নির্ধারণীতে রেখেছেন বড় ভূমিকা। রাজস্থানের জস বাটলার একাই টেনেছেন দলের ইনিংস। ইংলিশ ব্যাটসম্যান ৫৮ বলে ৯ চার ও ১ ছক্কায় করেছেন ৮২ রান। আর লোকেশ রাহুল ৭০ বলে করেছেন ৯৫ রান। ১১ চার ও ২ ছক্কায় মাতিয়ে রাখেন জয়পুর স্টেডিয়াম। কিন্তু শেষ হাসিটা হাসে জস বাটলারই। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান।

রাজস্থানের হয়ে মিডল ওভারে স্যামসন ২২, স্টোকস ১৪ এবং বিনি ১১ রান করেন। কিন্তু পাঞ্জাবের ইনিংসে মিডল ওভারে কেউই ভালো করতে পারেননি। গেইল ১, অশ্বিন শূন্য, কারুণ নায়ার ৩, তিওয়ারি ৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন মার্কোস স্টয়নিস। বল হাতে রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন গৌতম। পাঞ্জাবের সেরা বোলার এন্ড্রু টাই। ৩৪ রানে ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ার এ বোলার।

১০ ম্যাচে এটি রাজস্থানের চতুর্থ জয়। অন্যদিকে প্রীতি জিনতার পাঞ্জাবের এটি চতুর্থ হার। ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে পাঞ্জাব।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর