thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিধ্বংসী বাটলারে হারল ধোনিরা

২০১৮ মে ১২ ১১:২১:০২
বিধ্বংসী বাটলারে হারল ধোনিরা

দ্য রিপোর্ট ডেস্ক : দারুণ ফর্মে থাকা জস বাটলার জ্বলে উঠলেন আবার। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে জেতালেন রাজস্থান রয়্যালসকে।

শুক্রবার (১১ মে) রাতে চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্লে’ অফের আশা টিকিয়ে রাখল রাজস্থান।

মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ছুঁতে শেষ ৬ বলে ১২ রান লাগত রাজস্থানের। ব্রাভোর করা প্রথম বল ছিল ডট। দ্বিতীয় বল লং অনে ঠেলে ২ রান নেন বাটলার। তৃতীয় বল মিড উইকেটে পাঠিয়ে বাটলার স্কোরবোর্ডে যোগ করেন আরও ২ রান।

শেষ ৩ বলে দরকার ৮ রান। চতুর্থ বলে ব্যবধান নেমে আসল ২ রানে। ব্রাভোর স্লোয়ার লেন্থ বল ভালোমতো পিক করে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান উইকেট রক্ষক ব্যাটসম্যান। পঞ্চম বলে আরও ২ রান নিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন ইংলিশ ক্রিকেটার। তার ৬০ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংসে জয় পায় রাজস্থান। ১১ চার ও ২ ছক্কায় বাটলার সাজান নিজের ইনিংসটি। এছাড়া সানজু স্যামসন ২১ ও স্টুয়ার্ট বিনি ২২ রান করেন।

এর আগে রাজস্থানের মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। ওপেনিংয়ে শেন ওয়াটসন ৩১ বলে করেন ৩৯ রান। মিডলে সুরেশ রায়না ৩৫ বলে ৫২ এবং ধোনি ২৩ বলে ৩৩ রান করেন। স্যাম বিলিংস ২২ বলে ২৭ রান তুলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।

বল হাতে রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন জোফরা আর্চার।

ম্যাচ সেরা নির্বাচিত হন রাজস্থানকে এক হাতে জেতানো জস বাটলার।

ম্যাচ হারলেও চেন্নাই সুপার কিংস এখনও পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। ১১ ম্যাচে তাদের জয় ৭টি। আর পঞ্চম জয় তুলে রাজস্থানের অবস্থান ছয়ে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর