thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঢাকায় ক্রিকেট দলের পরামর্শক কারস্টেন

২০১৮ মে ২১ ১১:৫৫:০৬
ঢাকায় ক্রিকেট দলের পরামর্শক কারস্টেন

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান পরামর্শক গ্যারি কারস্টেন ঢাকায় এসেছেন। রবিবার (২০ মে) রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সাড়ে ৯টায় পৌঁছান হোটেল সোনাগাঁওয়ে।

কারস্টেনকে হেড কোচের ভূমিকায় পেতে চেয়েছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় ফুলটাইম কাজ করতে আগ্রহ দেখাননি ভারতকে বিশ্বকাপ জেতানো এ কোচ।

জাতীয় দলের পরামর্শক হিসেবেই আফ্রিকান গ্রেটকে পেয়েই খুশি থাকতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। টিম কনসালটেন্টের ছায়ায় অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, বিসিবির পুরো কোচিং স্টাফ, অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রেসক্রিপশন দেবেন কারস্টেন।

কারস্টেনের প্রথম কাজ সাকিব-মাশরাফীদের হেড কোচ নির্বাচন করা। গত সপ্তাহে হোটেল সোনাগাঁওয়ে গর্ডন গ্রিনিজকে দেয়া বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, আইপিএল শেষ করেই বাংলাদেশে আসবেন কারস্টেন। জাতীয় দলের হেড কোচ ও বিসিবির একাডেমি, এইচপি দলের কোচ নিয়োগ প্রসঙ্গেও তার মতামত নেয়া হবে।

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে কাজ করেছেন কারস্টেন। সেরা চারের প্লে-অফে উঠতে না পারায় শনিবার শেষ হয়ে যায় তার দলের আইপিএল মিশন। পরদিনই সরাসরি ঢাকায় চলে এলেন রয়্যালে কোহলি-ভিলিয়ার্সদের কোচ। ৬ মাস ধরে হেড কোচহীন বাংলাদেশকে কোচ নির্বাচন করে দেয়া যার প্রথম অ্যাসাইনমেন্ট। কোচিং স্টাফের সবাইকে নিয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সাজাবেন। সূত্র: চ্যানেল আই অনলাইন

(দ্য রিপোর্ট/এনটি/মে ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর