thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এশিয়া কাপ মেয়ে দলের হার দিয়ে শুরু

২০১৮ জুন ০৪ ০৪:৩৫:০৬
এশিয়া কাপ মেয়ে দলের হার দিয়ে শুরু

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাজেভাবে শুরু করল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় তারা বড় হার উপহার পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে সালমা-রুমানারা হেরেছে ছয় উইকেটে।

ম্যাচে টস হেরে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। বাংলাদেশের মেয়েরা ব্যাট হাতে চরম ব্যর্থতা দেখিয়েছে, কেউই পারেননি নিজেদের মেলে ধরতে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আয়শা রহমানের, তিনি করেছেন মাত্র ১১ রান। বাকিরা কেমন করেছেন তা সহজেই অনুমেয়।

সুগান্দিকা ১৭ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশ দলের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান। এ ছাড়া প্রবোধানি, ওশাদি রানাসিংহে ও ইনোকা রানাবিরা নিয়েছেন দুটি করে উইকেট।

লক্ষ্য ছোট, তাই শ্রীলঙ্কান মেয়েদের জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি। যশোধা মেন্ডিস (২০) ও নিপুনি হান্সিকা (২৩) দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

খাদিজা তুল কুবরা ১৩ রানে তিন উইকেট নিয়েও খুব একটা বাধা হতে পারেননি প্রতিপক্ষের জয়ের পথে।

এদিন আরেক ম্যাচে স্বাগতিক মালেয়েশিয়াকে ১৪২ রানে হারিয়েছে ভারত।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর