thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০১৮ জুন ০৫ ২০:১৬:৫০
সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। টস ভাগ্যকে এবারও পাশে পেলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ অধিনায়ক এবার নিলেন ব্যাটিং।

আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো কোনো সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের সহজেই হারানো আফগানদের সামনে এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ।

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাতে সাড়ে ৮টায়।

প্রথম ম্যাচে খরুচে ছিলেন বাংলাদেশের তিন পেসার আবু জায়েদ, আবুল হাসান ও রুবেল হোসেন। দারুণ এক ওভারে দুই উইকেট তুলে নেওয়ার পরও বোলিং পাননি মাহমুদউল্লাহ।

তিন বিভাগেই বাংলাদেশকে উড়িয়ে দেওয়া আফগানরা নিজেদের সামর্থ্য দেখিয়েছে আগের ম্যাচে। সিরিজ বাঁচিয়ে রাখতে সাকিবদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর