thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

বাংলাদেশের কোচ হতে এ সপ্তাহেই আসছেন স্টিভ রোডস

২০১৮ জুন ০৬ ০১:৫৮:৪৭
বাংলাদেশের কোচ হতে এ সপ্তাহেই আসছেন স্টিভ রোডস

দ্য রিপোর্ট স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে সাক্ষাৎকার দিতে এই সপ্তাহেই বাংলাদেশে আসছেন ব্রিটিশ কোচ স্টিভ রোডস। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মঙ্গলবার এই খবর নিশ্চিত করেন।

জানা গেছে প্রধান কোচের জন্য অনেকটা চূড়ান্ত হয়ে আছে রোডসের নাম। সংক্ষিপ্ত তালিকায় থাকা এই কোচের জন্যে পরামর্শক হিসেবে আসা গ্যারি কারস্টেনেরও সুপারিশ ছিল বলে জানান সিইও।

সিইও বলেন, 'স্টিভ রোডস আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা আশা করছি দুই-তিন দিনের মধ্যে তিনি এসে আমাদের সঙ্গে দেখা করবেন। আপনারা আগেও দেখেছেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স যেভাবে এসেছিলেন তিনিও সে প্রক্রিয়ায় দেখা করবেন।'

বাংলাদেশের প্রধান কোচ খোঁজে দিতে গ্যারি কারস্টেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। নিজামউদ্দিন জানান, তাদের দেওয়া তালিকা নিয়ে কাজ করে চূড়ান্ত পর্যায়ে এসেছে কারস্টেন, ''আপনারা জানেন বেশ কিছু দিন থেকেই আমাদের কোচিং স্টাফে স্বল্পতা ছিল। আমাদের কাছে যে তালিকা ছিল সেটা আমরা গ্যারি কারস্টেনকে দিয়েছি এবং উনি সেটা নিয়েই কাজ করেছেন। বলা যায় এটা একটা যৌথ চেষ্টা।'

কাউন্টি দল উস্টারশায়ারের দায়িত্ব পালন করা এই কোচ খেলোয়াড়ি জীবন বর্ণাঢ্য নয়। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১ টেস্ট আর ৯ ওয়ানডে।

খেলোয়াড়ি জীবনে নামডাক না থাকলেও কোচ হিসেবে রোডস অভিজ্ঞ। সাকিব আল হাসান উস্টারশায়ারে খেলার সময়ও পেয়েছিল রোডসকে। সিইও জানান, কোচ নিয়োগে বিসিবি গুরুত্ব দিচ্ছে দুই বিষয়কে। এক অভিজ্ঞতা ও সামনের বিশ্বকাপ। যার দুটি ফ্যাক্টরেই এগিয়ে আছেন এই ইংলিশ কোচ, 'আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি আমরা প্রাথমিকভাবে বেশ কয়েকজন কোচের সাথে কথা বলেছি বড় নাম ও অভিজ্ঞতা দুটোই ছিল। কিন্তু বিভিন্ন কারণে হয়তো উনারা অ্যাভেলএভেল ছিলেন না, বা ফ্যামিলি কমিটমেন্টের কারণে হয়তো উনারা আসতে পারেননি।'

'এ মুহুর্তে যে কয়জন অ্যাভেইলএভেল কোচ পাওয়া গেছে তার মধ্যে সে (রোডস) অভিজ্ঞদের একজন। মূলত আমরা অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে হবে এজন্য এটাও বিবেচ্য বিষয়। ওই ধরনের কন্ডিশনের কাউকে যদি দলের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।'

( দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৬,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর