thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

রংপুরে গৃহবধূর লাশ রেখে পালালো হাসপাতাল কর্তৃপক্ষ

২০১৮ জুলাই ০৮ ০৮:৩৭:২৮
রংপুরে গৃহবধূর লাশ রেখে পালালো হাসপাতাল কর্তৃপক্ষ

রংপুর প্রতিনিধি : রংপুরে আধুনিক হাসপাতালে অস্ত্রোপচারের পর রক্ত দিতে গিয়ে নাছিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীসহ সকলেই পলাতক রয়েছে।

শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতের মামী ইছারন বেগম জানান, রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকার মনু মিয়ার স্ত্রী নাছিমা বেগম জরায়ুতে টিউমার অপারেশন করানোর জন্য গত বৃহস্পতিবার বিকেলে নগরীর ধাপ সাগরপাড়া এলাকার আধুনিক হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার দুপুর ২টার দিকে নাছিমার শরীরে এক ব্যাগ রক্ত দেওয়া হয়। রক্ত দেবার সময় নাছিমার অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ক্লিনিকেই মারা যান নাছিমা।

এদিকে নাছিমার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ লাশ অন্যত্র নিয়ে যাবার চেষ্টা করলে তার স্বজনরা বাধা দেন। ফলে লাশ ফেলে রেখেই মালিক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই পালিয়ে যান।

খবর পেয়ে রাত ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে জানতে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

কাতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর