thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

২০১৯ মে ০৫ ০৯:১৮:৪৮
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শনিবার গাজা উপত্যকা থেকে এই হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত শিশুর নাম সাবা আরার। তার বয়স এক বছর দুইমাস। তার গর্ভবতী মাও মারাত্মক আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনামুখপাত্র দাবি করেন, তারা এই বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের িএক বোমা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির আঞ্চলিক দফতরে আঘাত আনে।

হামাস ও ইসলামিক জিহাদ মিসরে আলোচনায় থাকার মধ্যেই নতুন করে এই উত্তেজনা দেখা দিলো। যদিও গত মাসের অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বিলম্ব নিয়ে হামাসের অভিযোগে কয়েকদিন ধরেই কিছুটা উত্তেজনা বিরাজ করছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর