thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

খুলনায় রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা পাটকল শ্রমিকদের

২০১৯ মে ১৯ ১৬:১৮:২৭
খুলনায় রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা পাটকল শ্রমিকদের

খুলনা প্রতিনিধি: বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে, খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ছয়ঘণ্টা ধরে রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। ২২ মে সকাল আটটা থেকে তারা এ কর্মসূচি পালন করবেন।

রোববার (১৯ মে) সকালে খুলনার নয়টি জুট মিলের সিবিএ, নন সিবিএ এবং বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের যৌথ বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
এদিকে, ১৩ তম দিনের মতো আজও কর্মবিরতি পালন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। বিকেলে মিলগেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নতুন রাস্তা মোড়, আটরা শিল্পাঞ্চল ও নওয়াপাড়া এলাকায় রেলপথ ও রাজপথ অবরোধ করার কথা রয়েছে তাদের।
গেল ৫ মে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাট শ্রমকিরা। রাজশাহীতেও পাটকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর