thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

সোহেল তাজের ‘আনুষ্ঠানিক ঘোষণা’ বৃহস্পতিবার

২০১৯ জুলাই ১৪ ২১:১১:০৫
সোহেল তাজের ‘আনুষ্ঠানিক ঘোষণা’ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : কিছুদিন আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ফেসবুকে একটি টিজার ছেড়েছিলেন। তাতে দেখা যায় সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছেন তিনি।

ওই টিচারে বলা হয়েছিল, সোহেল তাজ আসছেন, আপনি রেডি তো? এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। আসলে কী হতে যাচ্ছে? কী বোঝাতে চেয়েছেন সোহেল তাজ?

রোববার সে বিষয় নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি ।

‘টিজার তো দেখেছেন, অনেক অপেক্ষাও করেছেন, আনুষ্ঠানিক ঘোষণা ১৮ জুলাই’ এমন শিরোনামে সাবেক এ প্রতিমন্ত্রী লিখেছেন: আজ আপনাদের সামনে আমি একটি সুখবর নিয়ে এসেছি। আমি প্রস্তুত আপনাদেরকে জানানোর জন্য। এই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ জুলাই আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়বস্তু সবকিছু তুলে ধরবো।

‘আমি জানি আপনাদের অনেক কৌতুহল এবং আপনারা জানতে চাচ্ছেন বিষয়বন্তু কী? আমি শুধু এতটুকুই আপনাদের বলবো যে উদ্যোগই নেই না কেনো তা হবে সমাজ ও মানুষের কল্যাণের জন্য। আমি সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ তৈরী করার জন্য কাজ করে যাবো।’

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর