thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নারায়ণগঞ্জে বিএনপি নেতা খোকন আটক

২০১৩ নভেম্বর ১০ ০৯:০৬:০৯
নারায়ণগঞ্জে বিএনপি নেতা খোকন আটক

নারায়ণগঞ্জ সংবাদদাতা : পৌর বিএনপির দফতর সম্পাদক আকতার হোসেন খোকন শাহকে আটক করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় ফলপট্টি এলাকায় মিছিল থেকে তাকে আটক করা হয়।

প্রতক্ষদর্শীরা জানান, শহরের ফলপট্টি থেকে সকাল সাড়ে ৭টায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে পৌর বিএনপির দফতর সম্পাদক আকতার হোসেন খোকন শাহকে আটক করে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের দিরিপোর্ট২৪কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল সাড়ে ৬টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার ভোলাইল বাজার এলাকায় পেট্রল ঢেলে সড়কে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর