thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

নারায়ণগঞ্জে অবরোধ, ককটেল বিস্ফোরণ : আটক ৭

২০১৩ নভেম্বর ১০ ০৯:৩৫:৩৩
নারায়ণগঞ্জে অবরোধ, ককটেল বিস্ফোরণ : আটক ৭

নারায়ণগঞ্জ সংবাদদাতা : অবরোধ, ককটেল বিস্ফোরণ, রাবার বুলেট নিক্ষেপ ও আটকের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে রবিবার হরতাল শুরু হয়েছে। জেলায় ৭ পিকেটারকে আটক করেছে পুলিশ।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হোসেন রোজেলের নেতৃত্বে ভোর ৬টায় ফতুল্লার কাশিপুরের ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করা হয়। টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ ও অবরোধ কর্মসূচিতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তিন স্বেচ্ছাসেবক কর্মী আহত হয়।

সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ছাত্রদলকর্মীরা। এসময় কয়েকটি যানবাহন ভাংচুর করা হয় এবং পুলিশের সঙ্গে কয়েক মিনিট ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একই সময়ে আড়াইহাজার উপজেলার যুবদল ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় বিক্ষোভ মিছিল করে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

এদিকে সকাল ৮ টায় নগরীর ডিআইটি এলাকায় একটি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে জেলা বিএনপির সভাপিত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের একান্ত সচিব খোকন শাহকে গ্রেফতার করে।

(দিরিপোর্ট২৪/এনএ/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর