thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাটোরে রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, ট্রেন যোগাযোগ বন্ধ

২০১৩ নভেম্বর ১০ ০৯:৫২:৫৪
নাটোরে রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, ট্রেন যোগাযোগ বন্ধ

নাটোর সংবাদদাতা : নাটোরে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া ট্রাক ভাঙচুর ও মিছিল সমাবেশ করেছে হরতাল সমর্থকরা। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ১১ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

হরতাল চলাকালে জেলার লালপুর উপজেলার শেষ সীমান্তে শ্রীরামগাড়ী এলাকায় ও পাবনার ঈশ্বরদী লোকোশেডের অদূরে ট্রেন লাইন কেটে দেওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন সকালে শহরের বড় হরিশপুর এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাটোর-পাবনা মহাসড়ক হয়ে মাদ্রাসা মোড় এলাকায় এক সমাবেশ করে। এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে। অপরদিকে সদর উপজেলার হয়বতপুর এলাকায় পিকেটাররা থেমে থাকা ৫টি ট্রাক ভাঙচুর করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ট্রেন লাইন কেটে ফেলার সত্যতা স্বীকার করে জানান, লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর