thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

ঢাকায় এসে ডেঙ্গুতে প্রাণ গেল ইতালি প্রবাসী নারীর

২০১৯ আগস্ট ০৬ ১৩:৪৮:৪৬
ঢাকায় এসে ডেঙ্গুতে প্রাণ গেল ইতালি প্রবাসী নারীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভয়াবহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারী মারা গেছেন। তার নাম হাফসা বেগম লিপি। সোমবার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন খান।

মারা যাওয়া লিপির স্বামীর নাম আবদুস সাত্তার। তিনি সপরিবারে ইতালি থাকছেন কয়েক বছর ধরে।

জানা গেছে, তিন সপ্তাহ আগে স্বামী আর দুই সন্তান নিয়ে দেশে আসেন লিপি। দেশে ফেরার পরই তার স্বামী আবুল সাত্তার জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতার মধ্যেই গত ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত হন লিপি। স্বামী অসুস্থ থাকায় তার পাশে বাসায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। হাসপাতালে ভর্তি হননি।

শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর