thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

বিজয়নগরে ছয় তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

২০১৯ আগস্ট ০৮ ১৩:৪৬:৪৩
বিজয়নগরে ছয় তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পল্টন থানাধীন পুরানা পল্টনের বিজয়নগরে বহুতল ভবন জাহান টাওয়ারের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে শাকিলা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ৫১/৩ পুরানা পল্টন বিজয়নগরে এ দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্তার ছেলে রাফিউল খাঁ শ্রাবণ জানান, গ্রিলের রেলিং এবং গ্লাস মুছতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে যায় সে। নিচ থেকে হঠাৎ দারোয়ান খবর দেয় ওপর থেকে তোমাদের কাজের মেয়ে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর