thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভেড়ামারা ও কুমারখালীতে বাসে আগুন

২০১৩ নভেম্বর ১০ ১০:৪৯:৫৪
ভেড়ামারা ও কুমারখালীতে বাসে আগুন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর জিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রবিবার ভোরে এসএম পরিবহনের একটি বাসে ও কুমারখালী উপজেলার আলাউদ্দিননগরে অন্য একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাসগুলো ওই স্থানে পার্কিং করা অবস্থায় আগুন ধরিয়ে দিয়েছে বলে বাসের মালিকরা জানান।

এ ছাড়াও সকালে কুষ্টিয়া শহর, ইবির সামনে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা সত্যতা স্বীকার করে জানান, দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, হরতাল সমর্থকরাই এ অগ্নিসংযোগ করে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর