thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বন্দরনগরীতে ঢিলেঢালাহরতাল, আটক ৩

২০১৩ নভেম্বর ১০ ১২:২১:৫৮
বন্দরনগরীতে ঢিলেঢালাহরতাল, আটক ৩

চট্টগ্রাম সংবাদদাতা : বন্দরনগরী চট্রগ্রামে ভাংচুর ও মিছিলের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথমদিন রবিবার ঢিলেঢালাভাবে চলছে। তবে, কর্নেল হাটে গাড়ি ভাংচুরের সময় পুলিশ তিনজনকে আটক করেছে। হরতালে নাশকতা এড়াতে ও নগরীর নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, নগরীর বিভিন্ন স্থানে আইনশৃংখলা রক্ষায় শিল্প পুলিশ, র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

সোমবার সকাল ৭টায় বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মেহেদীবাগ এলাকায় একটা মিছিল বের করে হরতাল সমর্থনকারীরা। মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলটি রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, স্টেশন রোড এলাকা হয়ে নগর কার্যালয়ে এসে শেষ হয়।

বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল কম থাকলেও হালকা যান চলাচল করছে। বন্দরে পণ্য ওঠা-নামা স্বাভাবিক থাকলেও ট্রাক চলাচল না থাকায় পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর জাহাঙ্গীর বলেন, হরতালে নগরীতে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও কাজ করবে। এর ভিতরে একটি বড় অংশ মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচও/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর