thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিরপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

২০১৩ নভেম্বর ১০ ১৩:১২:০৩
মিরপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দিয়াবাড়ি বাসস্ট্যান্ডে রবিবার ভোরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার মো. রনি (১৩) অগ্নিদগ্ধ হয়। রনি সাভারের নামাগেন্ডা গ্রামের মো. আলমাসের ছেলে।

হেলপার রনি জানান, আশুলিয়ার নরসিংহপুরের মেঘলা গার্মেন্টসের কর্মীদের নিয়ে গাড়িটি শনিবার রাত ৮টার দিকে মিরপুর এক নম্বরে যায়। সেখানে তাদের নামিয়ে দিয়ে গাড়িটি মিরপুরের শাহআলী মাজারের পশ্চিমদিকে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

এসময় চালক শাহীনের নির্দেশে বাসের ভিতরে ঘুমায় সে। ভোর ৫টার দিকে গায়ে আগুন লাগায় সে উঠে জানালার গ্লাস ভেঙ্গে বাইরে লাফিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি দিরিপোর্ট২৪কে নিশ্চিত করেছেন শাহ আলী থানার এসআই ফারুকুল আলম।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল জানান, রনির শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে। তবে এখনও সে আশংকামুক্ত নয় বলে জানান তিনি।

(দিরিপোর্ট২৪/এসআর/এআইএম/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর