thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে অগ্নিসংযোগ-ভাঙচুর, আটক ৭

২০১৩ নভেম্বর ১০ ১৪:৩১:৫১
রংপুরে অগ্নিসংযোগ-ভাঙচুর, আটক ৭

রংপুর সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথমদিন রবিবার জেলার বিভিন্ন সড়কে অগ্নিসংযোগ, ভাঙচুর ও আটকের মধ্য দিয়ে চলছে। পিকেটিং করার সময় পুলিশ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে।

হরতালের শুরুতেই নগরীর দর্শনা এলাকায় রাস্তা অবরোধ করে আগ্নিসংযোগ করে শিবিরকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু জানান, নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, বেলা ১২টা পর্যন্ত নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরো বলেন, নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএস/এমএইচও/এএস/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর