thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

করোনাক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান সিএমএইচে ভর্তি

২০২০ আগস্ট ৩১ ০৯:৩৩:১৩
করোনাক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান সিএমএইচে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) মহাসচিব হারুন হাবীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিকের বরাত দিয়ে হারুন হাবীব জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার দুপুরে আবু ওসমান চৌধুরীকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়।

হারুন হাবীব আরও জানান, আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও করোনাকালের আগে তিনি এসসিএফর বৈঠকে উপস্থিত থাকতেন। যদিও সে সময় তার কথা বলতে কষ্ট হতো।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহ-সভাপতি ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর