thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯২৯

২০২০ সেপ্টেম্বর ০৪ ১৬:২৭:৪৭
করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯২৯

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৯২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, বরিশালে ৩ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ২ জন। এর মধ্যে পুরুষ ২২ জন, নারী ৭ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭.২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/৪ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর