thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক, পুড়ে গেছে শ্বাসনালী

২০২০ সেপ্টেম্বর ০৫ ০৯:৩২:০৬
দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক, পুড়ে গেছে শ্বাসনালী

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে ইতোমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ২৬ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থাও ভালো না।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক মেডিকেল অফিসার পার্থ শংকর পাল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দগ্ধদের মধ্যে মোট ১১ জনের মৃত্য হয়েছে। তাদের বয়স ৭ থেকে ৩০ বছরের মধ্যে। দগ্ধ অন্যদের সবার অবস্থাও শঙ্কাজনক। তাদের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। কারও শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। তাদের ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

নিহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- রিফাত, হুমায়ুন কবির, মুস্তফা কামাল, জামাল, জুনায়েদ, জুয়েল, ইব্রাহিম, দোলোয়ার হোসেন, কুদ্দুস ব্যাপারী।

গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জন আহত হন। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে নয়জনের মৃত্যু হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর