thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

তরল খাবার খাচ্ছেন ইউএনও ওয়াহিদা

২০২০ সেপ্টেম্বর ০৮ ১৩:৩৩:৪১
তরল খাবার খাচ্ছেন ইউএনও ওয়াহিদা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক সুস্থ মানুষের মতোই জ্ঞান আছে এবং তিনি তরল খাবার খাচ্ছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এইচডিইউতে থাকা ওয়াহিদা খানমের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।

তিনি বলেন, ‘হাসপাতালের এইচিডিউতে পর্যবেক্ষণে থাকা ইউএনও ওয়াহিদা মুখে লিকুইড খাবার খাচ্ছেন। তার জ্ঞান সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য কন্ডিশনগুলোও মোটামুটি ভালো উন্নতি হয়েছে। শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিউথেরাপি চলছে। ফিজিও থেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।’

তাকে এইডিইউ থেকে স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে বেডে দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছি। যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে সেজন্য আমরা তাকে এখনও এইচডিইউতেই রেখেছি। তবে কেবিনে নেওয়ার বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত হবে। মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে তাকে কেবিনে দেওয়া হবে কিনা।’

ওয়াহিদা খানম শঙ্কামুক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শঙ্কামুক্ত বলাটা কঠিন ব্যাপার। তবে যেই কন্ডিশনের জন্য তিনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা ইমপ্রুভ হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই তার উন্নতি হয়েছে। তার পালস-ব্লাড প্রেসার, মানসিক কন্ডিশন, জ্ঞানের মাত্রা, খাওয়া-দাওয়ার ব্যাপার সবকিছু চিন্তা করলে যথেষ্ট উন্নতি হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৮সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর