thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

শপথ নিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

২০২০ অক্টোবর ০৭ ১৪:৪৩:১৬
শপথ নিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে জয়ী মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হওয়া শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস শপথ বইয়ে সই করেন।

গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। ২৬ সেপ্টেম্বর আসনটিতে উপ-নির্বাচন হয়। নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর