thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

‘মাস্ক না পরলে ব‌্যবস্থা’

২০২০ নভেম্বর ০৯ ১৬:৫২:১২
‘মাস্ক না পরলে ব‌্যবস্থা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করতে হবে। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) মন্ত্রিসভায় নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খুলনা বিভাগ থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে। আমরা সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও সম্মতি দিয়েছেন। তিনি বলেছেন, মাস্ক যারা পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

সচিব বলেন, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কিছু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফরটেবল জোনের মধ্যে আছি।’

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কি না তা শিক্ষা মন্ত্রণালয় দুই এক দিনের মধ্যে জানাবে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর