thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিলল ২৫০ কেজির বোমা

২০২০ ডিসেম্বর ০৯ ১৮:১২:০০
বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিলল ২৫০ কেজির বোমা

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর থানার ওসি তদন্ত কায়কোবাদ কাজী বলেন, বিমান বাহিনীর নেতৃত্বে থার্ড টার্মিনাল এলাকায় মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গভীর থেকে বোমাসদৃশ্য বস্তু দেখতে পান শ্রমিকরা। তবে তা বোমা না অন্যকিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি উদ্ধার করে বিমান বাহিনীর তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর