thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

কেরানীগঞ্জে সিএনজিতে আগুন, চালক অগ্নিদগ্ধ

২০১৩ নভেম্বর ১১ ১১:২৯:২২
কেরানীগঞ্জে সিএনজিতে আগুন, চালক অগ্নিদগ্ধ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কেরানীগঞ্জ মডেল থানার পাড় হাউজের সামনের রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন সিএনজিচালক ইয়াকুব আলী (২৮)। তিনি কেরানীগঞ্জের কদমতলা এলাকার বাসিন্দা।

আহতের ভাই আল মামুন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা সিএনজি থামিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। এসময় সিএনজির ভেতরে থাকা চালক ইয়াকুব অগ্নিদগ্ধ হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে ইয়াকুবের শরীরের প্রায় ১০ ভাগ পুড়ে গেছে।

(দিরিপোর্ট/এসআর/এআইএম/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর