thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ১১ ১৩:৩৬:০৭
সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা সংবাদদাতা : ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিন সোমবার ভোমরা স্থলবন্দরে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

ভোমরা ওয়ার হাউসের সামনে সোমবার সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান, হরতালের সমর্থনে ১৮ দল মিছিল বের করে। মিছিল থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় তারা সেখানে একটি সাইকেলও ভাঙচুর করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর