thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঢাবি থেকে ১৮ ককটেল উদ্ধার

২০১৩ নভেম্বর ১১ ১৩:৩৬:০৯
ঢাবি থেকে ১৮ ককটেল উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে একটি জুতার বাক্সে ভরা ককটেলগুলো উদ্ধার করে। পরে ডিএমপির বোমা নিস্ক্রিয়কারী দল শাহবাগ থানায় নিয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম দিরিপোর্ট২৪কে জানান, ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ডিএমপির বোমা নিস্ক্রিয়কারী দল তা নিস্ক্রিয় করার চেষ্টা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজাদ আলী বলেন, যারা হরতাল সমর্থক তারা বিশ্ববিদ্যালয়ের ভিতর আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জেনে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে।

(দিরিপোর্ট২৪/জে/এফএস/এপি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর