thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

পরিসংখ্যানে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে পাকিস্তানই

২০২১ নভেম্বর ১১ ১৪:৪৫:৩৮
পরিসংখ্যানে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে পাকিস্তানই

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে কে? উত্তরটা জানা যাবে আজ রাতেই। কিউইদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত ৮টায় মাঠে নামছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার চাইতে মনস্তাত্ত্বিকভাবে একটু এগিয়ে থেকেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামবে পাকিস্তান। কেননা মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়ার চাইতে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে রয়েছে পাক ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি ২৩ দেখায় অস্ট্রেলিয়ার জয় যেখানে ৯ ম্যাচে, সেখানে ১৩ জয় পাকিস্তানের। এ ছাড়াও গ্রুপের শীর্ষে থেকে সুপার টুয়েলভ পর্ব শেষ করায় বাড়তি আত্মবিশ্বাসী পাকিস্তানি শিবির।

তবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। দলটির ক্রিকেটাররা সবাই বড় মঞ্চের খেলোয়াড়। কঠিন এবং চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে জুড়ি নেই ওয়ার্নার-স্টার্কদের। দুই দলের মধ্যে আজ যে তাই বেশ উপভোগ্য এক লড়াই হবে, তা আর না বললেও চলে।

পাকিস্তান-অস্ট্রেলিয়া মহারণ শুরুর আগে চলুন একটিবার মুখোমুখি দেখায় দল দুটির কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেয়া যাক:-

মোট ম্যাচ ২৩
পাকিস্তানের জয় ১৩
অস্ট্রেলিয়ার জয় ৯
ফলহীন ১

সর্বোচ্চ দলীয় স্কোর
পাকিস্তান: ১৯৪/৭, হারারে ২০১৮
অস্ট্রেলিয়া: ১৯৭/৭, সেন্ট লুসিয়া ২০১০

সর্বনিম্ন দলীয় স্কোর
পাকিস্তান: ৯৬/৯, দুবাই ২০১৪
অস্ট্রেলিয়া: ৮৯/১০, আবুধাবি ২০১৮

সর্বোচ্চ রান
পাকিস্তান: ৩৬৬, কামরান আকমল
অস্ট্রেলিয়া: ৩৪৮, ডেভিড ওয়ার্নার

সেরা ইনিংস
পাকিস্তান: ৯৪, উমর আকমল
অস্ট্রেলিয়া: ৮১, শেন ওয়াটসন

সর্বোচ্চ উইকেট
পাকিস্তান: ১৯, সাইদ আজমল
অস্ট্রেলিয়া: ১৩, মিচেল স্টার্ক

সেরা বোলিং ফিগার
পাকিস্তান: ৪/৮, উমর গুল
অস্ট্রেলিয়া: ৫/২৭, জেমস ফকনার

(দ্য রিপোর্ট/আরজেড/১১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর