thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ১২ ০৯:৫২:৫২
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুর সংবাদদাতা : ১৮ দলের ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে হরতাল সমর্থকরা।

হরতালের সমর্থনে সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

শহরের উত্তর তেহমুনী, দক্ষিণ তেহমুনী, বাস টার্মিনাল, মিয়া রাস্তার মাথা, দালাল বাজার, জকসিন ও চন্দ্রগঞ্জসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। বেশ কিছু সময় তারা ঢাকা-রায়পুর মহাসড়কে সমাবেশ করে অবরোধ করে রাখে।


আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা শহর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর