thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পুরান ঢাকায় ২ শিবিরকর্মী আটক

২০১৩ নভেম্বর ১২ ১১:৫৪:১৮
পুরান ঢাকায় ২ শিবিরকর্মী আটক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানী পুরান ঢাকায় দুই শিবিরকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় ব্যাচের মাসুদুর রাহমান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের শাওন।

সকালে ওয়াইজঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫-৭ জন শিবিরকর্মী হরতাল সমর্থনে মিছিল বের করে। এ সময় স্থানীয় হকার ও ঘাটশ্রমিক ইউনিয়নের কর্মীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়।

এসময় এটিএন বাংলা ও মোহনা টিভির সাংবাদিকরা ফুটেজ নিতে গেলে তাদেরও হরতাল সমর্থক ভেবে ধাওয়া করে হকার ও ঘাটশ্রমিকরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ২ শিবিরকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/এস/এফএস/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর