thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

২০১৩ নভেম্বর ১২ ১৩:৩৭:২৭

সাতক্ষীরা সংবাদদাতা : জেলায় মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা শহরের নিউমার্কেট এলাকায় সমাবেশ শুরু করলে প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় পুলিশ লাঠিচার্জ করে দুই গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, জেলা বিএনপির স্থগিত কমিটির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব গ্রুপের সমর্থকেরা সকাল ১১টায় শহরের তুফান কোম্পানি মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে নিউমার্কেট মোড়ে সমাবেশ শুরু করে। এ সময় জেলা বিএনপির স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী গ্রুপের সমর্থকেরা ওই সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতিসহ তিনজন আহত হয়েছেন।

(দিরিপোর্ট২৪/এমআরইউ/এমএইচও/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর