thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার বাংলাদেশের

২০২২ আগস্ট ০৩ ০১:০৮:৪৫
জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজ সমতায় আনার পর শেষ ম্যাচে রায়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের দিকে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে।

নাসুমের এক ওভারেই ৩৪ রান তুলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন রায়ান বার্ল। ১৫তম ওভারের চতুর্থ বলে চার ছাড়া বাকি পাঁচ বলে মারেন পাঁচ ছক্কা। রায়ান বার্লের এই স্কোরের উপর ভর করেই বড় সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

মঙ্গলবার (২ জুলাই) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০ রানে হেরেছে সফরকারীরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে জয় পায় ৭ উইকেটের ব্যবধানে। শেষটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

এই সিরিজের আগে দুবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২০১৩ সালে সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে আর গত বছর ২-১-এ সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর