thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

প্রথম দুই বলেই দুই উইকেট তাসকিনের

২০২২ অক্টোবর ২৪ ১১:৫০:২১
প্রথম দুই বলেই দুই উইকেট তাসকিনের

দ্য রিপোর্ট ডেস্ক:বোলিংয়ের শুরুতে প্রথম দুই বলেই দুই উইকেট নিয়েছেন তাসকিন। প্রথম বাঁহাতি বিক্রমজিত সিং। এরপর ডানহাতি বাস ডি লিডি।

অফ স্টাম্পের বাইরের চ্যানেলে লাইন ধরে রাখা বলে খোঁচা দিয়েছেন ডি লিডি, উইকেটের পেছনে ভুল করেননি নুরুল হাসান। প্রথম ওভারেই হ্যাটট্রিকের সামনে ছিলেন তাসকিন আহমেদ! যদিও হ্যাটট্রিক পূর্ণ হয়নি।

নেদারল্যান্ডসের স্কোর ১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩ রান।

এর আগে ইনিংসের শেষের দিকে ছোট্র এক ক্যামিও ইনিংস উপহার দিলেন মোসাদ্দেক হোসেন। তাতে বাংলাদেশ পেল চ্যালেঞ্জিং পুঁজি। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে টাইগাররা।

তিন রানের ব্যবধানে আউট হলেন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হাফ সেঞ্চুরি করা লিটন দাসকে নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ করতে পারলেন না। তিনে নেমে মাত্র ১১ বলে ৯ রান করে বিদায় নিলেন তিনি।

নবম ওভারে লোগান ফন বিকের বলে মিড অফে টম কুপারকে ক্যাচ দেন লিটন। সাকিব আল হাসানের সঙ্গে মাত্র ১৩ রানের জুটি ছিল তার। ৬০ রানে বিদায় নেন লিটন। এরপর ৩ রান যোগ হতেই সাকিব ডিপ মিড উইকেটে বাস ডি লিডের ক্যাচ হন। মাত্র ৯ বলে ৭ রান করেন তিনি। শারিজ আহমেদ দশম ওভারের প্রথম বলে তাকে ফেরান।

প্রান্ত পরিবর্তন করে এসেছেন ফন মিকেরেন। শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সৌম্য, শর্ট মিডউইকেটে দিয়েছেন সহজ ক্যাচ। পাওয়ারপ্লের শেষ ওভারে ভেঙেছে ৪৩ রানের ওপেনিং জুটি, সৌম্য ফিরেছেন ১৪ বলে ১৪ রান করে।

এর আগে অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারতে গিয়ে টপ-এজড হয়েছেন নাজমুল, মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন ২০ বলে ২৫ রান করে। ৪ রানের মধ্যে ফিরে গেছেন দুই ওপেনার। বাংলাদেশের স্কোর ৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭০ রান

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর