thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

এটিই বিশ্বকাপে আমাদের সেরা আসর - সাকিব

২০২২ নভেম্বর ০৬ ১৪:৩৪:৪৭
এটিই বিশ্বকাপে আমাদের সেরা আসর - সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক:টি-টোয়েন্টিবিশ্বকাপের দ্বিতীয় পর্বে এর আগে একটিও জয় দেখেনি বাংলাদেশ। এবার সুপার টুয়েলভে হারিয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে।

শেষ ম্যাচ পর্যন্ত ছিল সেমিফাইনাল খেলার সম্ভাবনাও। যদিও পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

তবুও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সাকিব আল হাসান। তিনি বলছেন, ফলের দিক থেকে এটিই তাদের সেরা আসর। আগের দিন সংবাদ সম্মেলনে এসে একই কথা বলেছিলেন দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামও। তার সুরেই কথা বলেছেন সাকিব।

তিনি বলেছেন, ‘ফলের দিক থেকে চিন্তা করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই আমাদের সেরা আসর। আমি মনে করি, আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের সেই সুযোগ ছিল। নতুন ছেলেরা এসেছে, অনেক পরিবর্তন করা হয়েছে... তাদের কাছ থেকে অন্তত এটুকুর আশা ছিল আমাদের। ’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের ব্যাপারে সাকিব বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ইনিংসের মাঝপথে আমরা ৭০ রানে ১ উইকেট ছিলাম। সেখান থেকে আমরা ১৪৫-১৫০ রানের কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই উইকেটে সেটি রিজনেবল সংগ্রহ হতো। ’

‘আমরা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচে যেমনটা দেখেছি। ইনিংসের দ্বিতীয়ভাগ সবসময়ই কঠিন, শেষ দশ ওভারে রান করা কঠিন। আমরা জানতাম পরের ব্যাটার বা নতুন ব্যাটারদের জন্য এটি সহজ হবে না। তাই সেট ব্যাটারদের ক্যারি করে ইনিংস শেষ করা জরুরি ছিল। যা হয়নি। ’

বয়স ৩৫ পাড় হয়ে গেছে। পরের বিশ্বকাপে কি সাকিবকে দেখা যাবে? তার জবাব, ‘আমি আসলে এ বিষয়ে জানি না। বাংলাদেশের হয়ে যত বছর সম্ভব খেলার চেষ্টা করবো। আমাকে ফিট থাকতে হবে এবং পারফর্ম করতে হবে। ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে এটি আমার জন্য আদর্শ টুর্নামেন্ট ছিল না। আমি মনে করি, আমি আরও ভালো বোলিং-ব্যাটিং করতে পারতাম। তো যতদিন ফিট আছি এবং দলের জন্য অবদান রাখছি, আমি খেলতে পছন্দ করব। ’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর