thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে মঙ্গলবার সন্ধ্যায় নাশকতা বেড়েছে

২০১৩ নভেম্বর ১২ ২১:৩১:৩২
রাজধানীতে মঙ্গলবার সন্ধ্যায় নাশকতা বেড়েছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের ডাকা হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে নাশকতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ারসেল ছোঁড়ে।

রাজধানীর কাকরাইলে সন্ধ্যা পোনে ৭টার দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ২৫-৩০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

একই সময় মোহাম্মদপুরের আদাবর থানার সামনে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে পৃথক একটি ঘটনায়, সন্ধ্যা ৭টার দিকে বনানী কাচাবাজারের সামনে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালি পুলিশ বক্স লক্ষ্য করে ৯টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এছাড়াও বিচ্ছিন্নভাবে সন্ধ্যা পোনে ৭টার দিকে মিরপুর-১৪ এলাকায় ২টি, বনানীতে ২টি, সাত মসজিদ এলাকার আবাহানী মাঠের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে।

(দিরিপোর্ট২৪/এসআর/কেজেএন/ এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর